বৃহস্পতিবার ১ ডিসেম্বর ২০২২ - ১১:৪৭
সিদ্ধান্তকারীদের প্রতি আমীরুল মুমিনীন (আ.)-এর উপদেশ

হাওজা / হযরত ইমাম আলী (আ.) একটি হাদিসে সিদ্ধান্তকারীদের কোন কিছু করার আগে চিন্তা ও পরামর্শ করার উপদেশ দিয়েছেন।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, নিম্নোক্ত রেওয়ায়েতটি "তাসনিফে গেরারুল-হেকাম" বই থেকে উদ্ধৃত করা হয়েছে।

হাদিসটি নিম্নরূপ:

ইমাম আলী (আ.) বলেছেন:

تَفَكَّر قَبلَ أن تَعزِمَ وَ شاوِر قَبلَ أن تُقدِمَ وَ تَدَبَّر قَبلَ أن تَهجُمَ

সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা করুন, কোনো পদক্ষেপ নেওয়ার আগে পরামর্শ করুন আর যেকোনো কাজ শুরু করার আগে ভালো করে চিন্তা করুন।

(তাসনিফে গেরারুল-হেকাম ৪৪‌১ হা ১০০৫৪)

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha