শুক্রবার ৯ ডিসেম্বর ২০২২ - ১৪:২৩
হযরত জাহরা (সা.)

হাওজা / খাতুনে জান্নাত হযরত ফাতিমা জাহরা সেই অনুকরণীয় ব্যক্তি যার কারণে নারীরা জীবন যাপনের সাহস পেয়েছে। যার কারণে নারীরা বেঁচে থাকার অভ্যাস পেয়েছেন, তিনি হলেন খাতুনে জান্নাত হযরত আল-জাহরা (আ.)।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, খাতুনে জান্নাত হযরত ফাতিমা জাহরা সেই অনুকরণীয় ব্যক্তি যার কারণে একজন নারী তার জীবনযাপনের সাহস পেয়েছেন। যার কারণে নারীরা বেঁচে থাকার অভ্যাস পেয়েছেন, তিনি হলেন খাতুন জান্নাত হযরত আল-জাহরা (আ.)।

তিনি বলেন: হযরত ফাতিমা জাহরা (সা.) বিশ্বের সকল নারীর জন্য আদর্শ।তাই নারীদের উচিত হযরত যাহরার পথ অনুসরণ করা।

একজন নারী যদি তার জীবনকে সুন্দর করতে চান, তাহলে তিনি ফাতিমা জাহরার চেয়ে ভালো আদর্শ আর কেউকে খুঁজে পাবেন না।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha