বুধবার ২১ ডিসেম্বর ২০২২ - ১৩:৪৯
ফিতনার ফল

হাওজা / হযরত ইমাম জাফর সাদিক (আ.) একটি রেওয়ায়েতে ফিতনার ফল ও পরিণতির দিকে ইঙ্গিত করেছেন।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, নিম্নোক্ত হাদিসটি "তামবিহুল খাওয়াতির" বই থেকে উদ্ধৃত করা হয়েছে।

হাদিসটি নিম্নরূপ:

ইমাম সাদিক (আ:) বলেছেন:

تَمَنَّوُا الفِتنَةَ؛ ففيها هَلاكُ الجَبابِرَةِ و طَهارَةُ الأرضِ مِن الفَسَقَةِ

ফিতনা কামনা কর, কারণ ফিতনা জালেম ও অত্যাচারীদের ধ্বংসের এবং জালিমদের অনিষ্ট থেকে পৃথিবীকে পবিত্র করার কারণ।

(তামবিহুল খাওয়াতির ২/৮৭)

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha