রবিবার ২৫ ডিসেম্বর ২০২২ - ১৩:৩৯
হজরত ঈসা (আ.)-এর উপদেশ

হাওজা / হজরত ঈসা (আ.) একটি রেওয়ায়েতে হারামের দিকে তাকানো থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, নিম্নলিখিত রেওয়ায়েতটি "বিহারুল-আনওয়ার" বই থেকে উদ্ধৃত করা হয়েছে।

হাদিসটি নিম্নরূপ:

হজরত ঈসা (আ.) বলেছেন:

إيّاكُم وَ النَّظَرَ إلَى المَحْذُوراتِ؛ فَإنَّها بَذرُ الشَّهَواتِ وَ نَباتُ الفِسْقِ

যেসব জিনিস দেখা হারাম সেগুলো এড়িয়ে চলুন কারণ এই দৃষ্টিভঙ্গি কামনার বীজ এবং পাপের লালন-পালনের দিকে নিয়ে যায়।

(বিহারুল-আনওয়ার, খণ্ড ১০৪ পৃ. ৪২ হা ৫২)

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha