সোমবার ২৬ ডিসেম্বর ২০২২ - ১৩:৪২
সিরিয়ার জনগণ মার্কিন ও সন্ত্রাসীদের বিরুদ্ধে রাস্তায় নেমেছে

হাওজা / সিরিয়ার দেইরুজ-জোরের জনগণ সন্ত্রাসী গোষ্ঠী কাসদ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিক্ষোভ করেছে।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনযায়ী, সানা রিপোর্টে বলা হয়েছে যে বিক্ষোভকারীরা, সন্ত্রাসী গোষ্ঠী নুসরা ফ্রন্ট, কাসদ এবং মার্কিন সেনাদের বিরুদ্ধে প্রতিবাদ ও স্লোগান দিতে দেইরুজ-জোরের কেন্দ্রীয় এলাকায় জড়ো হয়েছিল।

বিক্ষোভকারীরা এলাকায় কাসদ ও নুসরা ফ্রন্টের হস্তক্ষেপ বন্ধের দাবি জানাচ্ছিল, যার নাম পরিবর্তন করে তাহরির আল-শাম রাখা হয়েছে।

জনগণের বিক্ষোভের কারণ হল দখলকারী মার্কিন সামরিক বাহিনী সিরিয়ার তেল লুটপাট করছে তাই তারা তাস্তায় নেমেছে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha