মঙ্গলবার ১৭ জানুয়ারী ২০২৩ - ১৩:১০
নামাজের ব্যাপারে ইমাম রেজার (আ.) উপদেশ

হাওজা / হযরত ইমাম রেজা (আ.) একটি রেওয়ায়েতে প্রথম ওয়াক্তে নামাজ আদায় করা সম্পর্কে বিশেষ উপদেশ দিয়েছেন।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, নিম্নলিখিত রেওয়ায়েতটি "বেহারুল-আনওয়ার" বই থেকে উদ্ধৃত করা হয়েছে।

হাদিসটি নিম্নরূপ:

ইমাম রেজা (আ.) বলেছেন:

لاَ تُؤَخِّرَنَّ صَلاَةً عَنْ أَوَّلِ وَقْتِهَا إِلَى آخِرِ وَقْتِهَا مِنْ غَيْرِ عِلَّةٍ عَلَيْكَ أَبَداً بِأَوَّلِ اَلْوَقْتِ

কোনো বাধ্যবাধকতা ছাড়াই প্রথম ওয়াক্ত থেকে শেষ ওয়াক্ত পর্যন্ত আপনার সালাত কখনো বিলম্ব করবেন না, সর্বদা প্রথম ওয়াক্তে নামাজ পালন করুন।

(বেহারুল-আনওয়ার, খণ্ড ৮০, পৃ. ২১)

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha