মঙ্গলবার ২৪ জানুয়ারী ২০২৩ - ১২:৪৯
গুনাহ মুছে ফেলার মাস

হাওজা / হযরত ইমাম মূসা কাজিম (আ.) এমন একটি মাসের পরিচয় করেছেন যে মাসে গুনাহ শুদ্ধ হয়।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, নিম্নলিখিত হাদিসটি "মাল-লা ইয়াহজারুল-ফকীহ" বই থেকে উদ্ধৃত করা হয়েছে।

হাদিসটি নিম্নরূপ:

ইমাম কাদিম (আ.) বলেন:

رَجَبٌ شَهرٌ عَظيمٌ يُضاعِفُ اللّه ُ فيهِ الحَسَناتَ و يَمحُو فيهِ السَّيِّئاتَ

রজব হল সেই মহান মাস যাতে আল্লাহ নেক আমল দ্বিগুণ করেন এবং গুনাহ মুছে দেন।

(মাল-লা ইয়াহজারুল-ফকীহ, খণ্ড ২, পৃ. ৯২)

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha