সোমবার ৬ ফেব্রুয়ারী ২০২৩ - ১২:০৬
হযরত জয়নাব (সা.) এর কষ্টে কান্নার সওয়াব

হাওজা / আল্লাহর রসূল (সা.) একটি হাদিসে হজরত জয়নাব (সা.)-এর কষ্টে কাঁদার সওয়াবের কথা বলেছেন।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, নিম্নলিখিত হাদিসটি "ওয়াফিয়াতুল-আইম্মা" বই থেকে উদ্ধৃত করা হয়েছে।

হাদিসটি নিম্নরূপ:

আল্লাহর রসূল (সা.) বলেছেন:

مَن بَكى عَلى مُصابِ هذِهِ البِنتِ (زَينَبَ بَنتِ عَلِيٍ عليهاالسلام) كانَ كَمَن بَكى عَلى أخَوَيهَا الحَسَنِ و الحُسَينِ عليهماالسلام

যে ব্যক্তি এই কন্যার (জয়নাব বিনতে আলী (আ.)) কষ্টে কাঁদে সে সেই ব্যক্তির মত যে তার ভাই হাসান ও হোসাইন (আ.) এর কষ্টে কাঁদে।

(ওয়াফিয়াতুল-আইম্মা, ৪৩১)

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha