সোমবার ২০ ফেব্রুয়ারী ২০২৩ - ১৩:৪২
ফিলিস্তিনি বন্দীদের ওপর পানি বন্ধ

হাওজা / কুদসের দখলদার ও অত্যাচারী ইহুদিবাদী সরকার ফিলিস্তিনিদের ওপর নিপীড়নের সব কৌশল অবলম্বন করছে।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, চরমপন্থী ইহুদিবাদী ওয়াজির বিন গুয়ের গত সপ্তাহে ইহুদিবাদী জেলরদের বলেছিলেন যে কারাগারে ফিলিস্তিনিদের গোসলের জন্য মাত্র দুই মিনিট সময় দেওয়া উচিত এবং জেলখানায় মাত্র এক ঘন্টা পানি সরবরাহ করা উচিত।

গুরুত্বপূর্ণ বিষয় হল পানি বন্ধ করার ব্যবস্থা শুধু জেলখানার জন্য নয়, ফিলিস্তিনি এলাকার জন্যও বাস্তবায়িত হচ্ছে।

চরমপন্থী ইহুদিবাদী ওয়াজির বেন গুয়ারও ইহুদিবাদী পুলিশ প্রধানকে পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের বাড়িঘর ভেঙে ফেলার প্রক্রিয়া ত্বরান্বিত করতে বলেছেন। একই ষড়যন্ত্রে গত সপ্তাহে ফিলিস্তিনিদের কয়েকশ ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়।

গত দুই মাসে ফিলিস্তিনিদের ওপর সব ধরনের চাপ বেড়েছে এবং ইসরাইল সরকারের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রী বিন গুয়ের দিন দিন ফিলিস্তিনিদের বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ বাস্তবায়নের সিদ্ধান্ত নিচ্ছেন।

ফিলিস্তিনি বন্দীদের সংগঠন বলেছে যে ইসরাইলের বিভিন্ন কারাগারে বন্দী ২,৫০০ ফিলিস্তিনি বন্দী ঘোষণা করেছে যে তারা ইহুদিবাদী সরকারের মানবতাবিরোধী পদক্ষেপ গ্রহণ করবে না।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha