হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, অত্যন্ত দুঃখের সাথে জানানো যাইতেছে যে, ইসলামিক চিন্তাবিদ ও ধর্মীয় আলেম এবং বাংলাদেশের মোহাম্মদপুর শিয়া জামে মসজিদের পেশ ইমাম হুজ্জাতুল ইসলাম ওয়াল-মুসলেমিন মাওলানা সৈয়দ নাক্বি ইমাম রিজভী সাহেব কিবলা আজ ভোরে ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
তার নামাজে জানাজা বাদ আসর সময়: ৪:০০ টায় শিয়া জামে মসজিদে এবং বাদ মাগরিব হুসাইনি দালানে অনুষ্ঠিত হবে।
সকলকে তাহার রুহের মাগফেরাত এর জন্য সূরা ফাতিহা ও সূরা ইখলাস পাঠ করার অনুরোধ রইলো। আল্লাহ্ যেন মরহুমকে আহলে বাইয়েত (আ.) এর ওয়াসিলায় জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন, আমিন।
আপনার কমেন্ট