শনিবার ১১ মার্চ ২০২৩ - ১২:৩৬
পাপের পরিসমাপ্তি

হাওজা / হযরত ইমাম হোসাইন (আ.) একটি রেওয়ায়েতে পাপের পরিসমাপ্তি নির্দেশ করেছেন।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, নিম্নলিখিত রেওয়ায়েতটি "বিহারুল-আনওয়ার" বই থেকে উদ্ধৃত করা হয়েছে।

হাদিসটি নিম্নরূপ:

ইমাম হোসাইন (আ.) বলেছেন:

من حاوَلَ اَمراً بمَعصِیَهِ اللهِ کانَ اَفوَتَ لِما یَرجُو وَ اَسرَعَ لِمَجئ ما یَحذَرُ

যদি কেউ পাপের মাধ্যমে গন্তব্যে পৌঁছতে চায় তবে সে তার ইচ্ছাটি অনেক দেরিতে অর্জন করবে এবং শীঘ্রই সে যে বিষয়ে ভয় পেয়েছিল তাতে ধরা পড়বে।

(বিহারুল-আনওয়ার, খ. ৭৮, পৃষ্ঠা ১২০)

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha