বুধবার ৫ এপ্রিল ২০২৩ - ১৪:৫২
হুজ্জাতুল ইসলাম মেহেদী মাহদাবীপুর

হাওজা / হুজ্জাতুল ইসলাম মেহেদী মাহদাবীপুর, দিল্লির ইরান কালচারাল হাউসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ইফতারের আয়োজন করেন।

হাওজা নিউজ এজেন্সির রিপোর্ট অনুযায়ী, ইসলামী বিপ্লবী সর্বোচ্চ নেতার প্রতিনিধি হুজাতুল ইসলাম ওয়াল মুসলিমীন আগা মেহেদী মাহদাবীপুর দিল্লিতে বসবাসরত ভারতের বিভিন্ন রাজ্যের ছাত্রদের জন্য ইফতারের আয়োজন করেন। এতে বিপুল সংখ্যক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও শিক্ষার্থীরাও অংশ নেন।

ইফতারের পর শ্রদ্ধেয় ধর্মীয় নেতা হুজ্জাতুল ইসলাম ওয়া-মুসলিমীন মাহদাবিপুর যুবকদের উদ্দেশে বলেন: তোমরা সবাই আমার সন্তান। তোমাদের প্রতি আমার আন্তরিক ভালবাসা রয়েছে।আমি অত্যন্ত কৃতজ্ঞ যারা আজ আমাদের ইফতারে এসেছেন।

এই বরকতময় মাসে তোমাদেরর সাথে দেখা করার জন্য আল্লাহ তায়ালাকে ধন্যবাদ জানাই। পবিত্র রমজান মাস আত্মোন্নয়নের মাস। এই মাসের নিজস্ব বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যা অন্য মাসে পাওয়া যায় না। যে মাসে কোরআন নাজিল হয়েছে, যা সমগ্র মানবজগতের জন্য পথনির্দেশ, একই মাসে ঘোষণা করা হয়েছে কদরের রাত।

তিনি আরও বলেন: আজ তোমরা সবাই ইরান কালচার হাউসে আমাদের অতিথি, এটা আমাদের সৌভাগ্য যে ডক্টর সোলেইমানিও এখানে আসছেন যিনি (সাহিত্য ও ফারসি ভাষার গবেষণা কেন্দ্র) এর পরিচালক। ফার্সি ভাষা একটি চমৎকার ভাষা এই ভাষা শেখা দরকার।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha