শুক্রবার ২৮ এপ্রিল ২০২৩ - ১১:৩৬
ইমাম জাফর সাদিক (আ.)-এর দুটি গুরুত্বপূর্ণ উপদেশ

হাওজা / হযরত ইমাম জাফর সাদিক (আ.) একটি রেওয়ায়েতে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকরী উপদেশ উল্লেখ করেছেন।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, নিম্নলিখিত রেওয়ায়েতটি "কাফী" বই থেকে উদ্ধৃত হয়েছে।

হাদিসটি নিম্নরূপ:

ইমাম সাদিক (আ.) বলেছেন:

بِرُّوا آباءَكُمْ يَبِرَّكُمْ اَبْناؤُكُمْ وَ عِفُّوا عَنْ نِساءِ النّاسِ تَعِفَّ نِساؤُكُمْ

তোমার পিতা-মাতার সাথে সদ্ব্যবহার কর যাতে তোমার সন্তানরাও তোমার প্রতি সদয় হয় এবং জনগণের নারীদের প্রতি সৎ আচরণ কর যাতে তোমার নারীরাও সতী থাকে।

(কাফি, খণ্ড ৫, পৃ. ৫৫৪, হা ৫)

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha