রবিবার ১৪ মে ২০২৩ - ০৮:২৭
জনাব আক্তার হোসেন সাহেব

হাওজা / বাংলাদেশের শিয়া সম্প্রদায়ের আকাশের উজ্জ্বল নক্ষত্র বিশিষ্ট সমাজ সেবক এবং হোসাইনী দালান ইমামবাড়ার ম্যানেজমেন্ট কমিটির প্রবীণ সদস্য ও মোহাম্মদপুর শিয়া জামে মসজিদের উন্নয়ন ও ধর্মীয় কাজের অংশীদার সকলের প্রিয় ব্যক্তিত্ব সম্মানিত জনাব আক্তার হোসেন সাহেব ইন্তেকাল করেছেন।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বাংলাদেশের শিয়া সম্প্রদায়ের আকাশের উজ্জ্বল নক্ষত্র বিশিষ্ট সমাজ সেবক ও সুইস কালারস বাংলাদেশ লি: এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং হোসাইনী দালান ইমামবাড়ার ম্যানেজমেন্ট কমিটির প্রবীণ সদস্য ও মোহাম্মদপুর শিয়া জামে মসজিদের উন্নয়ন ও ধর্মীয় কাজের অংশীদার সকলের প্রিয় ব্যক্তিত্ব সম্মানিত জনাব আক্তার হোসেন সাহেব ১৩ মে শনিবার সকাল ১০:০৫ মিনিটে কলকাতার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। উনার অকাল মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত।আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং তার পরিবারের প্রতি জানাই আন্তরিক শোক ও গভীর সমবেদনা। মরহুমের জানাজার নামাজ আগামী ১৪ই মে, রবিবার বাদ আসর (বিকেল ৫টা) হোসাইনী দালান ইমামবাড়া প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

মরহুমের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বিভিন্ন ইসলামী সংগঠন মোহাম্মদপুর শিয়া মসজিদের দাস্তা-এ-হোসাইনীর সম্মানিত সভাপতি মির্জা মনির হোসাইন , সহ-সভাপতি সৈয়দ ওয়াকার হোসেন , সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াজ হোসাইন , সহ-সম্পাদক সৈয়দ মিসাম আব্বাস, সংগঠক সৈয়দ পারভেজ হোসেন , ট্রেজারার সৈয়দ সাফদার ইমাম , সাধারণ সদস্য সৈয়দ রাজা আলী নাকভি , সাধারণ সদস্য মোহাম্মদ আলী ও মো: রেহান আজমিসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।

এছাড়াও মোহাম্মদীয়া ট্রাস্ট মিরপুর,পুরানা পল্টন ইমামবাড়া সহ আরও বিভিন্ন সংগঠন সমবেদনা জানিয়েছে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha