মঙ্গলবার ২০ জুন ২০২৩ - ২১:২৯
হযরত আলী (আ.) ও ফাতেমার বিবাহ বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান।

হাওজা / নেপালের ওয়ার্ল্ড ফেডারেশনের ইসলামিক সেন্টার এবং জাহরা ফাউন্ডেশন হযরত আলী (আ.) ও ফাতেমার বিবাহ বার্ষিকী উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, আজ মঙ্গলবার, ২০ জুন, ২০২৩, নেপালের ওয়ার্ল্ড ফেডারেশনের ইসলামিক সেন্টার এবং জাহরা ফাউন্ডেশন হযরত আলী (আ.) ও ফাতেমার বিবাহ বার্ষিকী উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে নেপাল ও ভারতের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এই কর্মসূচিতে অংশ নেন।

মহানবী (সা.)-এর প্রিয় কন্যা হজরত ফাতিমা জাহরা (সা.) ও হজরত আলী (আ.) এর বিবাহ বার্ষিকী উপলক্ষে সাবিলেরও আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা, ঐক্য সুদৃঢ় ও হজরত জাহরা (সা.)-এর জীবনকে সমাজে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন, যা সমাজে প্রেম, ভালোবাসা ও সংস্কার আনবে।

এই সমাজসেবা কর্মসূচীতে উপস্থিত ব্যক্তিত্বদের মধ্যে রয়েছেন- আব্দুল ওয়াহেদ চেয়ারম্যান নানপাড়া, হাজী আব্দুল হামিদ ভোলা সিদ্দিকী সংসদ সদস্য নেপাল, হাজী আব্দুল কাদির আনসারী সাবেক হজ কমিটি নেপাল, ডক্টর জয়নুল আবিদীন ইসলামিক স্কলার, মোস্তফা আলী খান আন্তঃরাষ্ট্রীয় সাংবাদিক, কাদির নবাব নানপাড়া, জিশান কাদির নানপাড়া, রাইস আহমেদ নানপাড়া ও রাজী হায়দার নানপাড়া।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha