বুধবার ২১ জুন ২০২৩ - ১৯:৪৮
হাদানা এডুকেশন এণ্ড ওয়েলফেয়ার ট্রাষ্ট দ্বারা আয়োজিত ইসলামী কারগাহ অনুষ্ঠিত হয়।

হাওজা / হাদানা এডুকেশন এণ্ড ওয়েলফেয়ার ট্রাষ্ট দ্বারা আয়োজিত পশ্চিমবঙ্গের হাওড়া জেলার উলুবেড়িয়া থানার অন্তর্গত বীরশিবপুর এলাকাতে গত ১৭ ও ১৮ ই জুন ২০২৩ (শনিবার ও রবিবার) দুদিন ব্যাপী একটি ইসলামী কারগাহ (কর্মশালা) অনুষ্ঠিত হয় ৷

হাওজা নিউজ এজেন্সি রিোপর্ট অনুযায়ী, হাদানা এডুকেশন এণ্ড ওয়েলফেয়ার ট্রাষ্ট দ্বারা আয়োজিত পশ্চিমবঙ্গের হাওড়া জেলার উলুবেড়িয়া থানার অন্তর্গত বীরশিবপুর এলাকাতে গত ১৭ ও ১৮ ই জুন ২০২৩ (শনিবার ও রবিবার) দুদিন ব্যাপী একটি ইসলামী কারগাহ (কর্মশালা) অনুষ্ঠিত হয় ৷

উক্ত ইসলামী কারগাহ (কর্মশালা) টিতে বক্তাগণ হিসাবে উপস্থিত ছিলেন লক্ষৌ থেকে আগত হুজ্জাতুল ইসলাম মাওলানা আগা আখতার আব্বাস জন সাহেব ৷ মুম্বাই থেকে হুজ্জাতুল ইসলাম মাওলানা আগা মোহাম্মাদ ফাইয়াজ বাকির হোসাইনী সাহেব এবং হায়দ্রাবাদ থেকে হুজ্জাতুল ইসলাম মাওলানা আগা মানোয়ার আলি সাহেব ৷

দুদিন ব্যাপী ইসলামী কারগাহ (কর্মশালা)টি পরিচালনা করেন মাওলানা শাহাজাহান আলি সাহেব, ডাঃ হেদায়েতুল্লা মোল্লা, আব্বাসউদ্দিন মণ্ডল ও সুরাবদ্দিন মোল্লা ৷ পরিচালনাতে সার্বিকভাবে সহযোগিতায় ছিলেন হায়দ্রাবাদ থেকে আগত এহসান রিজভি সাহেব ৷

উক্ত ইসলামী কারগাহ এর উদ্যোক্তা তথা আহ্বায়ক হিসাবে ছিলেন উলুবেড়িয়ার ব্রাদার জসিমুদ্দিন মণ্ডল ৷

এছাড়াও ইসলামী কারগাহ (কর্মশালা)টিকে মনোমুগ্ধ করে তুলে ছিলেন ব্রাদার ফিরোজ হোসাইন, মোত্তাহির ইসলাম খাঁন, মোক্তার হোসেন, জনাব গুলশান হক, মাওলানা কবির আলি তরফদার তাদের সুমধুর কন্ঠে ইসলামী সংগীত এর দ্বারা ৷

কারগাহ'র আলোচনার সারমর্ম হল পবিত্র কুরআনের সুরা আলে ইমরানের ১০৪ নং আয়াতের উপর ভিত্তি করে ৷ ইসলাম হল একটি পূর্ণাঙ্গ দ্বীন তথা জীবন ব্যবস্থা ৷ আর সেই জীবন ব্যবস্থার আদর্শ হল পবিত্র কুরআন ও আহলে বাইত (আ:) ৷ তাই আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে কুরআন ও আহলে বাইত (আঃ) গণের সম্পূর্ণ রুপে অনুসরণ করতে হবে ৷ যেমন: ধর্মনীতি, অর্থনীতি, সমাজনীতি, শিক্ষানীতি, রাজনীতি ও পারিবারিক জীবন ৷

এছাড়াও সকল উলেমাগণ মুসলিম উম্মাহর ঐক্যের উপর এবং ঐশীনেতৃত্বের উপর জোর দেন৷ এবং ইমামে জামানার (আ:) আগমনের ক্ষেত্র প্রস্তুতের জন্য আমাদের কি করণীয় ও দায়িত্ব সেই বিষয়ের উপর আলোচনা করেন।

জনাব নাজিম হোসাইন এলাহাবাদী সাহেব শিক্ষার গুরুত্বের উপর বক্তব্য রাখেন।

উক্ত ইসলামিক কারগাহটিতে উপস্থিতি হিসাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে (হুগলি, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও বর্ধমান) এবং ভারতবর্ষের বিভিন্ন শহর (হায়দ্রাবাদ, ভোপাল ও মুম্বাই) থেকে মোমিন ভায়েরা এসেছিলেন৷

সর্বোপরি আমরা মহান আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে ইসলামী কারগাহ (কর্মশালা) টি সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha