শুক্রবার ৭ জুলাই ২০২৩ - ১৩:১০
ইরানে বিশ্বের বৃহত্তম ১১০-তলা কেক প্রস্তুত

হাওজা / শিরাজে ঈদ গাদীর উদযাপন উপলক্ষে আজ ১১০ তলার কেক কাটা হবে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, শিরাজে হযরত শাহ চেরাগ (আ.)-এর মাজারের পরিচালক আমির আব্বাস হাকিকী নেক বলেছেন: ঈদ গাদীর উপলক্ষে বিশ্বের সবচেয়ে বড় ১১০ তলা বিশিষ্ট কেক গাদিরী অতিথিদের স্বাগত জানানো হবে।

তিনি জানান: বিশ্বের সবচেয়ে বড় ১১০ তলা বিশিষ্ট কেকটি তৈরি করতে বেশ কয়েক দিন সময় লেগেছে এবং আজ শিরাজে ঈদ গাদির উপলক্ষে তা কাটা হবে।

এ স্থানের কর্মকর্তা সূত্রে জানা গেছে, ১৬ তির মাহ শুক্রবার শাহাদা স্কয়ার থেকে ঈদে গাদির মিছিল শুরু হবে এবং ১৭:০০ মিনিটে আহমদ ইবনে মুসা শাহ চেরাগ (আ.)-এর পবিত্র মাজারে গিয়ে শেষ হবে।

উল্লেখ্য যে, আজ ইরানের সকল ছোট-বড় শহরে গাদির মার্চের আয়োজন করা হয়েছে এবং গাদির দস্তরখানের ১০ কিলোমিটারের মূল কর্মসূচি ইমাম হোসেন স্কয়ার থেকে তেহরানের আজাদী স্কয়ার পর্যন্ত অনুষ্ঠিত হবে, যাতে ৩০০ স্টলের আয়োজন করা হয়েছে।

জনগণের উৎসাহের জন্য বলা হয়, প্রায় ৩ মিলিয়ন মানুষ গাদিরী দস্তরখানে অতিথি হবেন এবং গাদিরী মার্চে অংশগ্রহণ করবেন।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha