হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, "আল নিম্নলিখিত হাদিসটি "আল-কাফি" বই থেকে উদ্ধৃত করা হয়েছে।
হাদিসটি নিম্নরূপ:
ইমাম বাকির (আ.) বলেছেন:
شَرِّقا و غَرِّبا فَلا تَجِدان عِلماً صَحیحاً إلَّا شَیئاً خَرَجَ مِن عِندِنا أهلَ البَیتِ
আপনি যদি পৃথিবীর পূর্ব বা পশ্চিমে যান, আমাদের আহলে বাইত থেকে যে জ্ঞান এসেছে তা ছাড়া সঠিক জ্ঞান কোথাও পাবেন না।
(আল-কাফী, খ. ১, পৃ. ৩৯৯)
আপনার কমেন্ট