রবিবার ৩০ জুলাই ২০২৩ - ১০:২৫
হুজ্জাতুল ইসলাম মাওলানা রিজওয়ান আলী পুলসানী

হাওজা / আফ্রিকার দেশ মাদাগাস্কারের বিভিন্ন শহরে ২০,০০০ এরও বেশি শিয়া বসবাস করে, যেখানে মহররম মাসে মজলিস, মাতম, জুলুস (মিছিল) অনুষ্ঠিত হয়।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, আফ্রিকার দেশ মাদাগাস্কারের বিভিন্ন শহরে ২০,০০০ এরও বেশি শিয়া বসবাস করে, যেখানে মহররম মাসে মজলিস, মাতম, জুলুস (মিছিল) অনুষ্ঠিত হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, মোরোম্বে শহরে প্রতিদিন চারটি মজলিস অনুষ্ঠিত হয়। উক্ত মজলিসে বক্তব্য রাখেন হুজ্জাতুল ইসলাম মাওলানা রিজওয়ান আলী পুলসানী ও হুজ্জাতুল ইসলাম শেখ আলী আসগর সাহেব কিবলা।

মাওলানা রিজওয়ান আলী পুলসানী মজলিসে আজায় "কারবালা সম্পূর্ণ দরসে ওম্মিদ" বিষয়ে বক্তৃতা দিতে গিয়ে বলেন: যে হোসাইনী তার নিরাশ হওয়ার দরকার নেই, ইমাম হোসাইন (আ.) হলেন মিসবাহুল-হোদা ও সাফিনা নাজাতের আশা।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha