বুধবার ৩০ আগস্ট ২০২৩ - ১১:১৩
হযরত ইমাম জয়নুল-আবেদিন (আ.) একটি রেওয়ায়েতে মিথ্যা বলার বিরুদ্ধে উপদেশ দিয়েছেন।

হাওজা / হযরত ইমাম জয়নুল-আবেদিন (আ.) একটি রেওয়ায়েতে মিথ্যা বলার বিরুদ্ধে উপদেশ দিয়েছেন।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, নিম্নোক্ত হাদিসটি ‘উসূলে কাফী’ গ্রন্থ থেকে উদ্ধৃত করা হয়েছে।

হাদিসটি নিম্নরূপ:

ইমাম সাজ্জাদ (আ:) বলেছেন:

اِتَّقُوا الْكِذْبَ، الصَّغيرَ مِنْهُ و الْكَبيرَ فى كُلِّ جِـدٍّ وَ هـَزْلٍ؛ فَاِنَّ الرَّجُلَ إذا كَذِبَ فِى الْصَّغيرِ اِجْتَرَأَ عَلَى الْكَبيرِ.

মিথ্যা বলা এড়িয়ে চলুন। ছোটো হোক বা বড়, মিথ্যাবাদী গুরুতর হোক বা ঠাট্টা কারণ যে ব্যক্তি একটি ছোট বিষয়ে মিথ্যা বলে সে একটি বড় মিথ্যা বলার সাহসও পাবে।

(উসূলে কাফী, খন্ড ৪, পৃ. ৩৫, হা. ২)

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha