সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ - ২২:৪০
নারিকেলবেড়িয়া কারবোবালেতে ঈদে জাহরা উপলক্ষে এক বিশেষ মাহফিলের আয়োজন করা হয়।

হাওজা / কামারে বানী হাশিম ফাউন্ডেশন এর পক্ষ থেকে নারিকেলবেড়িয়া কারবোবালেতে ঈদে জাহরা উপলক্ষে এক বিশেষ মাহফিলের আয়োজন করা হয়।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, কামারে বানী হাশিম ফাউন্ডেশন এর পক্ষ থেকে নারিকেলবেড়িয়া কারবোবালেতে ঈদে জাহরা উপলক্ষে এক বিশেষ মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাওলানা হায়দার আলী সাহেব কেবলা। এবং কবিতা পরিবেশন করেন বিভিন্ন গ্রাম থেকে আগত কবিগন।

উক্ত অনুষ্ঠানে বাচ্চাদের জন্য কুইজের ব্যবস্থা ছিল এবং মাহফিল শেষে সকলকে মূল্যবান উপহার দেওয়া হয়।

উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন হুজ্জাতুল ইসলাম মাওলানা হায়দার আলী সাহেব কিবলা (নারিকেলবেড়িয়া পেশ ইমাম)।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha