বুধবার ১ নভেম্বর ২০২৩ - ০৯:২৪
রকেট দিয়ে তেল আবিবে আরেকটি হামলা

হাওজা / গাজায় দখলদার ইসরাইলি সরকারের নৃশংস হামলা ও শিশু ও নারীদের ওপর গণহত্যার জবাবে অটল মুজাহিদিনরা তেল আবিবে রকেট নিক্ষেপ করেছে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, শিহাব বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিরোধ ফ্রন্টের শহীদরা রকেট দিয়ে তেল আবিবসহ অনেক ইহুদিবাদী বসতিতে হামলা চালিয়েছে।

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডের সূত্র জানায়, তেল আবিব ও গাজা উপত্যকার উপকণ্ঠে অবস্থিত নায়ার ইসহাক ও সোফা এলাকাগুলোকে রকেট হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে।

দখলদার ইসরাইলের টিভি চ্যানেল ১৪-এর প্রতিবেদনে বলা হয়েছে, নেটিফোটের ইহুদি বসতিতে ফিলিস্তিনের অবিচলিত মুজাহিদিনদের রকেট হামলায় তিন ইহুদিবাদী নিহত হয়েছে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha