হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, নিম্নলিখিত রেওয়ায়েতটি "বিহারুল-আনওয়ার" বই থেকে উদ্ধৃত করা হয়েছে।
হদিসটি নিম্নরূপ।
ইমাম সাজ্জাদ (আ:) বলেছেন:
أنَّ لِلعَبّاسِ عِندَاللّه ِ مَنزِلَةٌ يَغبِطُهُ بِها جَميعُ الشُّهداءِ يَومَ القيامَةِ
আল্লাহর দৃষ্টিতে হজরত আব্বাস এমন অবস্থান ও মর্যাদার অধিকারী হবেন যে, সকল শহীদ তার প্রতি ঈর্ষান্বিত হবেন।
(বিহারুল-আনওয়ার, খণ্ড ২২, পৃ. ২৭৪)
আপনার কমেন্ট