শুক্রবার ১৬ ফেব্রুয়ারী ২০২৪ - ১০:০৬
পাপের পথের পরিসমাপ্তি

হাওজা / ইমাম হুসাইন (আ:) একটি রেওয়ায়েতে পাপের পথের পরিসমাপ্তি উল্লেখ করেছেন।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, নিম্নলিখিত রেওয়ায়েতটি "কাফী" বই থেকে উদ্ধৃত করা হয়েছে।

হাদিসটি নিম্নরূপ:

ইমাম হোসাইন (আ:) বলেছেন:

منْ حَاوَلَ أَمْراً بِمَعْصِیَةِ اَللَّهِ کَانَ أَفْوَتَ لِمَا یَرْجُو وَ أَسْرَعَ لِمَجِیءِ مَا یَحْذَرُ

যে ব্যক্তি গুনাহের মাধ্যমে গন্তব্যে পৌঁছতে চায় সে তার ইচ্ছায় পরে পৌঁছাবে এবং সে যা থেকে ভয় পায় তাতে দ্রুতই ধরা পড়বে।

(কাফী, খন্ড ২, পৃ. ৩৭৩)

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha