সোমবার ১৯ ফেব্রুয়ারী ২০২৪ - ০৯:০৪
উপদেশ

হাওজা / ইমাম মুসা কাজিম (আ:) একটি রেওয়ায়েতে চোখ দিয়ে দেখা উপদেশ বর্ণনা করেছেন।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্টি অনুযায়ী, নিম্নোক্ত হাদিসটি "বাহারুল-আনওয়ার" বই থেকে উদ্ধৃত করা হয়েছে।

হাদিসটি নিম্নরূপ:

ইমাম মুসা কাজিম (আ:) বলেছেন:

ما مِن شَى‏ءٍ تَراهُ عَيناكَ إلاّ و فيهِ مَوعِظَةٌ؛

তোমার চোখ তাতে উপদেশ ছাড়া অন্য কিছুই দেখতে পায় না।

(বিহারুল-আনওয়ার: খণ্ড ৭৮, পৃ. ৩১৯)

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha