বুধবার ২০ মার্চ ২০২৪ - ১৩:৫৩
ইমাম জাফর সাদিক (আ:)-এর দৃষ্টিতে নওরোজ

হাওজা / ইমাম জাফর সাদিক (আ:) একটি রেওয়ায়েতে নওরোজের গুরুত্ব বর্ণনা করেছেন।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, নিম্নোক্ত হাদিসটি "মুস্তাদরাকুল-ওসায়েল" বই থেকে উদ্ধৃত করা হয়েছে।

হাদিসটি নিম্নরূপ:

ইমাম সাদিক (আ:) বলেছেন:

ما من یوم نیروز الا ونحن نتوقع فیه الفرج لانه من أیامنا وأيام شيعتنا

কোন নওরোজ নেই কিন্তু যেটিতে আমরা কাইমে আলে মুহাম্মদের আবির্ভাবের অপেক্ষায় থাকি, কারণ নওরোজ আমাদের এবং আমাদের শিয়াদের একটি দিন।

(মুস্তাদরাকুল-ওসায়েল, খণ্ড ৬, পৃ. ২৫২)

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha