বৃহস্পতিবার ২১ মার্চ ২০২৪ - ১২:২৮
ঈদ কি?

হাওজা / আমীরুল মুমিনীন ইমাম আলী (আ:) একটি হাদিসে সবচেয়ে অসাধারণ প্রজ্ঞা বর্ণনা করেছেন।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, নিম্নলিখিত রেওয়ায়েতটি "নাহজুল-বালাগা" বই থেকে উদ্ধৃত করা হয়েছে।

হাদিসটি নিম্নরূপ:

আমীরুল মুমিনীন ইমাম আলী (আ:) বলেছেন:

كل يوم لا يعصی الله فیه فهو عید

যে দিনটিতে আল্লাহর অবাধ্যতা নেই সেই দিনটিই ঈদের দিন।

(নাহজুল-বালাগা, হিকমত নং ৪২৮)

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha