বুধবার ১৭ এপ্রিল ২০২৪ - ১১:১৬
সকল মন্দের চাবিকাঠি

হাওজা / ইমাম হাসান আসকারী (আ:) একটি রেওয়ায়েতে সকল অনিষ্টের চাবিকাঠি নির্দেশ করেছেন।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, নিম্নলিখিত হাদিসটি "জামেউল-আখবার" বই থেকে উদ্ধৃত করা হয়েছে।

হাদিসটি নিম্নরূপ:

ইমাম হাসান আসকারী (আ:) বলেছেন:

جعلت الخبائث کلھا فی بیت، وجعل مفتاحھا الکذب

সমস্ত মন্দকে যদি ঘরে আটকে রাখতে হয় তবে মিথ্যাকে তার চাবি বলা হয়।

(জামেউল-আখবার, পৃ: ৪১৮, হা: ১১৬২)

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha