শুক্রবার ১০ মে ২০২৪ - ১২:২৩
কন্যার শিক্ষার ফল

হাওজা / হুজুর পাক (সা:) একটি হাদিসে কন্যাকে শিক্ষা দেওয়ার অসাধারণ ফল নির্দেশ করেছেন।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, নিম্নলিখিত হাদিসটি "রওজাতুল ওয়ায়েজিন" বই থেকে উদ্ধৃত করা হয়েছে।

হাদিসটি নিম্নরূপ:

আল্লাহর রসূল (সা:) বলেছেন:

نِعمَ الوَلَدُ البَناتُ المُخَدَّراتُ، مَن كانَت عِندَهُ واحِدَةٌ جَعَلَهَا اللّه ُ سِترا لَهُ مِنَ النّارِ، وَ مَن كانَت عِندَهُ اثنَتانِ أَدخَلَهُ اللّه ُ بِهِمَا الجَنَّةَ ، وَ إِن كُنَّ ثَلاثا أو مِثلَهُنَّ مِنَ الأخَواتِ ، وَضَعَ عَنهُ الجِهادَ وَ الصَّدَقَة

হিজাবধারী কন্যারাই শ্রেষ্ঠ সন্তান। যার একটি কন্যা আছে, সর্বশক্তিমান আল্লাহ তাকে জাহান্নামের আগুনের জন্য পর্দা ঘোষণা করবেন আর যার দুটি কন্যা আছে, মহান আল্লাহ তাদের জন্য তাকে জান্নাতে প্রবেশ করাবেন আর কারো যদি তাদের মত তিন মেয়ে বা তিন বোন থাকে তাহলে মহান আল্লাহ তার থেকে জিহাদ ও মুস্তাহাব সাদাকাহ দূর করে দেবেন।

(রওজাতুল ওয়ায়েজিন) পৃ: ৪০৪)

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha