রবিবার ২ জুন ২০২৪ - ১২:৩৮
কবি: মুক্তার হোসেন শাহ

হাওজা / শহীদরা হলো মোমবাতির মত নিজেকে জ্বালিয়ে আলো দেয়।

কবি: মুক্তার হোসেন শাহ

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, শহীদরা হলো মোমবাতি

মোমবাতির মত

দিয়েছি মোরা আলো!

তোমরা কি ভুলে গেছো

শহীদরা চিরো জীবিত?

নিজের জীবন বিলীন করে

রেখেছি জাতির মান।

যেমন মোমবাতি নিজে জ্বলে

রশ্মি করে দান।

শহীদ হলো দেশের বল

দশের আশ্বাস।

যেমন মোমবাতি জ্বলে হয়

অন্ধকারের অবকাশ।

শহীদ হলো অমৃত সুধা

পান করে যে জনl

অমৃতাখরে লিখা হয় তাঁর নাম

কেবা পায় এমন বীরের সম্মান।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha