হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, পবিত্র রাসূল (সা.)-এর কন্যা, মানবতার আদর্শ হযরত ফাতিমা জাহরা (সা.আ)-এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে ২১ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যায় খুলনা প্রেস ক্লাব অডিটোরিয়ামে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আঞ্জুমানে পাঞ্জাতানী, খুলনার উদ্যোগে আয়োজিত এই মহতী অনুষ্ঠানে সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি, খুলনা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম তাঁর বক্তব্যে হযরত ফাতিমা জাহরা (সা.আ)-এর চরিত্র, তাঁর জীবনের অনুপ্রেরণাদায়ক দিক এবং আধুনিক সমাজে নারীর ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরেন।
বিশেষ অতিথি ইরান ইসলামি প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত জনাব মনসুর চাভোশি তাঁর বক্তব্যে বলেন, "হযরত ফাতিমা জাহরা (সা.আ) ছিলেন মানবতার জন্য এক উজ্জ্বল আলোকবর্তিকা। তাঁর জীবন থেকে আমরা আজও শিক্ষা নিতে পারি।
অন্য বিশেষ অতিথি অ্যাডভোকেট ড. মোঃ জাকির হোসেন ইসলামে নারীর অধিকার এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় হযরত ফাতিমা (সা.আ)-এর দৃষ্টান্ত নিয়ে আলোচনা করেন। মাওলানা এ.এফ.এম. নজমুস সাউদ এবং মাওলানা ইব্রাহিম ফাইজুল্লাহ তাদের বক্তব্যে ইসলামী সমাজব্যবস্থায় ফাতিমা জাহরা (সা.আ)-এর শিক্ষার প্রাসঙ্গিকতা তুলে ধরেন।
অনুষ্ঠানের সভাপতি, হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহিম খলিল রাজাভি বলেন, "হযরত ফাতিমা জাহরা (সা.আ)-এর জীবন থেকে আমরা ত্যাগ, ধৈর্য এবং মানবতার প্রতি ভালোবাসার শিক্ষা পাই। তাঁর জীবনের প্রতিটি অধ্যায় আমাদের জন্য অনুপ্রেরণা।"
অনুষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক দর্শক ও শ্রোতা উপস্থিত ছিলেন
আপনার কমেন্ট