হাওজা নিউজ এজেন্সির রিপোর্ট অনুযায়ী, মাজমা’য়ে জাহানী আহলে বাইত (আ.) বা বিশ্ব আহলে বাইত (আ.) সংস্থার প্রধান আয়াতুল্লাহ রামাজানি বাংলাদেশে সফর করেছেন।
বাংলাদেশের রাজধানী ঢাকার বিমানবন্দরে একদল বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিত্ব এবং বাংলাদেশে ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূতও আহলে বাইতের বিশ্ব পরিষদের মহাসচিবকে স্বাগত জানাতে আসেন।
ঢাকার ফারস হোটেলে “ইসলামী সভ্যতার আধুনিক বিষয়সমূহ” শীর্ষক সেমিনারের আয়োজনে প্রধান অতিথি আয়াতুল্লাহ রামাজানি’র বক্তব্য রাখার কথা রয়েছে।
তাঁর এই সফরের সময় তিনি বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে সাক্ষাত করেছেন। এছাড়াও বিভিন্ন ধর্মীয় শিক্ষাকেন্দ্র, ঢাকার মিরপুরে অবস্থিত কারবালা কেন্দ্রীয় হোসাইনিয়া এবং মোহাম্মদপুরের হোসাইনিয়া ও শিয়া মসজিদ পরিদর্শন করেছেন।
আপনার কমেন্ট