হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশে শিয়া ও সুন্নি আলেম ও বিদ্বজ্জনদের একটি প্রতিনিধি দল আয়াতুল্লাহ রেজা রামজানি, মজমা’য়ে জাহানী আহলে বাইত (আ.)-এর মহাসচিব এর সঙ্গে এক বিশেষ বৈঠক করেছেন। আয়াতুল্লাহ রামজানি বাংলাদেশি ধর্মীয় নেতাদের আমন্ত্রণে দেশটি সফর করছেন।
এই বৈঠকটি বাংলাদেশের খুলনার হাওজা ইলমিয়া "আল-মারকাজ দিরাসাতুল-ইসলামিয়া"-এর মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন: হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মোহাম্মদ আলী ময়িনিয়ান, মাজমায়ে জাহানী আহলে বাইত (আ.)-এর আন্তর্জাতিক বিষয়ক সহকারী।
হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন সাইয়্যেদ মাহদি আলীজাদে মুসাভি, বাংলাদেশে বিপ্লবী সর্বোচ্চ নেতার আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের প্রতিনিধি।
হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন ইব্রাহিম খলিল রিজভি, বাংলাদেশ শিয়া আলেম পরিষদের প্রধান। এবং দেশটির বিশিষ্ট সুন্নি আলেমরা।
প্রধান কার্যক্রম: বৈঠকের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের আমামা (পাগড়ি) প্রদান অনুষ্ঠান এবং ঐক্যের জামাতে নামাজ অনুষ্ঠিত হয়। এটি শিয়া ও সুন্নি সম্প্রদায়ের মধ্যে ঐক্যের একটি সুন্দর দৃষ্টান্ত স্থাপন করে।
আপনার কমেন্ট