মঙ্গলবার ১৪ জানুয়ারী ২০২৫ - ১২:১০
ভারতে আল-মোস্তফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এবং নতুন ব্যবস্থাপকদের বিদায় ও পরিচিতি সভা

হাওজা / ভারতে আল-মোস্তফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় শাখার প্রাক্তন পরিচালকদের বিদায় এবং নতুন পরিচালকদের পরিচিতি অনুষ্ঠানটি উচ্চপদস্থ ইরানি কর্মকর্তা, বেশ কয়েকজন আলেম এবং শিয়া ও সুন্নি বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিখ নেতার প্রতিনিধি এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও অধ্যাপকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।

হাওজা নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, ভারতে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত মহামান্য ড. এলাহী এই সভায় উপস্থিত ছিলেন। তিনি অন্যান্য দেশের সাথে ইরানের সম্পর্ক গভীর করা, ফার্সি ভাষার প্রসার এবং খাঁটি মুহাম্মদী ইসলামের প্রচারকে আল-মোস্তফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের প্রধান দায়িত্ব হিসেবে গুরুত্ব আরোপ করেন। তিনি এই ক্ষেত্রে প্রতিষ্ঠানটির সদ্য সাবেক পরিচালক হুজ্জাতুল ইসলাম ওয়াল-মুসলিমিন জনাব শাকেরীর মূল্যবান অর্জনেরও প্রশংসা করেন।

এই অনুষ্ঠানে ভারতে ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মাহদাভিপুর জনাব শাকেরির প্রচেষ্টা ও ব্যাপক যোগাযোগ স্থাপন এবং বিভিন্ন ক্ষেত্রে তার প্রভাবের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আরও জোর দিয়ে বলেন যে প্রতিষ্ঠানটির পরিচালক হিসেবে সদ্য যোগ দেয়া জনাব হোসেইনির ব্যবস্থাপনাগত, শিক্ষাগত এবং আধ্যাত্মিক অভিজ্ঞতা ভারতে মূল্যবান সাফল্য বয়ে আনতে পারে।

ভারত শাখার প্রধান হিসেবে সদ্য যোগ দেয়া হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন হোসেইনি আল-মোস্তফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন জনাব আব্বাসীর পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে পবিত্র কুরআনের সুরা সাফ্ফাতের ৯৯ নম্বর আয়াত  «وَقَالَ إِنِّی ذَاهِبٌ إِلَیٰ رَبِّی سَیَهْدِینِ» তেলাওয়াত পূর্বক বলেন, মানুষের সাফল্যের তিনটি কারণ হল যাত্রা শুরু করা, সর্বোচ্চ প্রচেষ্টা, আন্তরিকতা এবং সর্বশক্তিমান ঈশ্বরের নির্দেশনার জন্য আশা।

তিনি হুজ্জাতুল ইসলাম ওয়াল-মুসলিমিন শাকেরির বহু বছর ধরে চেষ্টা-প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন যে প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও আলেমদের সহযোগিতায় পূর্ববর্তী ব্যবস্থাপকদের কার্যক্রমের ধারাবাহিকতায় গুণগত ও পরিমাণগতভাবে উন্নত হবে।

পরিশেষে ভারতের ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি প্রাক্তন প্রতিনিধির প্রতি কৃতজ্ঞতা ফলকের লেখাটি পড়ে শোনান এবং নতুন প্রতিনিধির কার্যক্রম শুরুর শুভ ঘোষণা করেন।

উল্লেখযোগ্য যে, এই সভায় সাংস্কৃতিক উপদেষ্টা, সাদী ফাউন্ডেশনের প্রধান, কয়েকজন মুসলিম পন্ডিত ও আলেম এবং নয়াদিল্লি বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন অধ্যাপক বক্তব্য রাখেন।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha