শুক্রবার ১৭ জানুয়ারী ২০২৫ - ১৮:৩৪
ইরানজুড়ে হামাসের বিজয় উদযাপন

হওজা / গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় সম্পর্কি একটি চুক্তিতে পৌঁছেছে হামাস ও ইসরায়েল।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় সম্পর্কি একটি চুক্তিতে পৌঁছেছে হামাস ও ইসরায়েল। রোববার থেকে এই চুক্তি আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়ার কথা রয়েছে। দীর্ঘ ১৫ মাস পর গাজায় যুদ্ধবিরতি চুক্তি হওয়ার খবরকে রীতিমত হামাসের বিজয় হিসেবে দেখছে ইরানের জনগণ। 

সেই বিজয় উদযাপন করার জন্য ইরানের জনগণ দেশটির বিভিন্ন শহরে আজ জুম’আর নামাজের পর বিজয় ও আনন্দ মিছিল করেছে। 

হামাস ও ইসলামিক জিহাদসহ গাজার প্রতিরোধ গোষ্ঠীগুলোর চাপে দখলদার ইসরায়েল বাধ্য হয়ে গত বুধবার হামাসের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তি মেনে নেয়। যদিও তারা দাবি করেছিল যে, গাজায় ১৫ মাস আগে শুরু হওয়া তাদের গণহত্যামূলক অভিযানে হামাসকে ধ্বংস করাই ছিল তাদের মূল উদ্দেশ্য।

তবে সেটা তারা অর্জন করতে পারেনি। যার ফলে গাজায় হামাসের বিজয় উদযাপন করতে ইরানিরা দেশটির রাজধানী তেহরানসহ মাজানদারানের রাজধানী সারি, পশ্চিম ইরানের ইলাম এবং উত্তর-পূর্ব ইরানের ব্রিজ্যান্ড শহরে ‘বিজয় শুক্রবার’ নামে আনন্দ মিছিল করেছে।

বুধবার কাতারি কর্মকর্তারা যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর থেকেই বিশ্বজুড়ে বহু মুসলিম রাস্তায় নেমে হামাস এবং ইসলামিক জিহাদের বিজয় উদযাপন করেছেন। এই দুটি গোষ্ঠীই মূলত গত ১৫ মাস ধরে গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর যুদ্ধ ও মানবতাবিরোধী অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল।

এদিকে যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার পরও অবরুদ্ধ গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। চুক্তি ঘোষণার পর এখন পর্যন্ত ভূখণ্ডটিতে ১০০ জন নিহতের খবর পাওয়া গেছে। 

সূত্র: মেহের নিউজ

আপনার কমেন্ট

You are replying to: .
captcha