রবিবার ২৬ জানুয়ারী ২০২৫ - ২১:২৮
হযরত ইমাম মুসা কাযেম (আ.)

হাওজা / আজ ইসলামিক প্রজাতন্ত্র ইরান, ভারত, বাংলাদেশ, ইরাকসহ বিশ্বের বিভিন্ন দেশে রাসূলের সন্তান হযরত ইমাম মুসা কাযেম (আ.)-এর শাহাদাত দিবস সম্মান ও শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়েছে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, আসমানী ইমামত ও বেলায়াতের সপ্তম উজ্জ্বল নক্ষত্র, রাসূলের সন্তান হযরত ইমাম মুসা কাযেম (আ.)-এর শাহাদাত দিবস উপলক্ষে শোকের উদ্দেশ্যে ইরাকের বিভিন্ন অঞ্চলের বিশেষত দক্ষিণী ও মধ্যাঞ্চলের প্রদেশ থেকে লাখ লাখ জিয়ারতকারী বাগদাদের উত্তরে অবস্থিত কাজমাইন শহরে শোক পালন করছে। ইরাকি সূত্র মতে, এ উপলক্ষে ১৪ মিলিয়নেরও বেশি জিয়ারতকারী শোকের অনুষ্ঠানটিতে অংশ নিয়েছেন।

অন্যদিকে, ইরাকের মতো ইরান, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে সপ্তম ইমাম হযরত ইমাম মুসা কাযেম (আ.)-এর শাহাদাত উপলক্ষে শোকসভা, মাতম ও বুকফাটা কান্না, এবং শোক পালনের ধারাবাহিকতা চলছে।

রাসূলের সন্তান হযরত ইমাম মুসা কাযেম (আ.) ২০ জিলহজ্জ ১২৮ হিজরি সনে মক্কা ও মদিনার মধ্যে অবস্থিত আবওয়া নামক গ্রামে জন্মগ্রহণ করেন। আপনার ইমামতকাল ৩৫ বছর দীর্ঘ ছিল। এই সময়কালে আপনি সকল কঠিন পরিস্থিতি ও ক্রমাগত কারাবন্দী জীবন সত্ত্বেও ইসলাম ধর্মকে চমৎকারভাবে মানুষের কাছে পৌঁছে দেন। জ্ঞান, ইবাদত, দানশীলতা ও ধৈর্যের মধ্যে আপনার সমকক্ষ কেউ ছিল না। আপনার এই জনপ্রিয়তা দেখে আব্বাসী খলিফা হারুন আল-রশিদ অত্যন্ত ভয় পেয়ে এক নিষ্ঠুর কারাবন্দী সিন্দি বিন শাহক নামক জল্লাদ দ্বারা ২৫ রজব ১৮৩ হিজরি সনে এক ষড়যন্ত্রের মাধ্যমে বিষ খাইয়ে আপনাকে অত্যন্ত নিষ্ঠুরভাবে শাহাদাত দেন।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha