শনিবার ৮ ফেব্রুয়ারী ২০২৫ - ২২:৩৭
ইসরায়েলের গড়িমসি; গাজা যুদ্ধবিরতি চুক্তি নিয়ে অনিশ্চয়তা

হাওজা/ গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে প্রবেশে অনাগ্রহী ইহুদিবাদী দখলদার ইসরায়েল!

হাওজা নিউজ এজেন্সি বার্তা সংস্থা এএফপি’র বরাতে জানিয়েছে,  গাজায় চলমান যুদ্ধবিরতি চুক্তির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। মধ্যস্থতাকারীদের ঘনিষ্ঠ আরব সূত্রের বরাতে জানা গেছে, ইসরায়েল এই চুক্তির দ্বিতীয় ধাপে প্রবেশে আগ্রহী নয়।

এদিকে হামাস কর্মকর্তারা অভিযোগ করেছেন যে, ইসরায়েল চুক্তিকে নস্যাৎ করার জন্য সক্রিয়ভাবে নানা অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। তারা সতর্ক করে দিয়ে বলেছেন, পরিস্থিতির উন্নতি না হলে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে পড়তে পারে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha