হাওজা নিউজ এজেন্সি তুর্কিপন্থী গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল সন্ত্রাসবিরোধী কার্যক্রম, বিশেষ করে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (PKK) ও ইসলামিক স্টেট (ISIS)-এর বিরুদ্ধে অভিযান।
এছাড়া, উভয় কর্মকর্তা আঞ্চলিক চ্যালেঞ্জ, সিরিয়ার পরিস্থিতি এবং ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি নিয়েও আলোচনা করেছেন।
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল (SNSC)-এর প্রধান আলী আকবর আহমাদিয়ানের সঙ্গেও ইব্রাহিম কালিন পৃথকভাবে বৈঠক করেছেন।
![তেহরানে ইরান-তুরস্ক গোয়েন্দা প্রধানদের বৈঠক তেহরানে ইরান-তুরস্ক গোয়েন্দা প্রধানদের বৈঠক](https://media.hawzahnews.com/d/2025/02/09/4/2515206.jpg?ts=1739114600000)
ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিবের সঙ্গে তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান ইব্রাহিম কালিন তেহরানে বৈঠক করেছেন।
আপনার কমেন্ট