হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী,
সালামুন আলাইকুম
গত কাল ১৫ ই শাবান ইমাম মাহদী আ. এর পূত-পবিত্র জন্মদিন উপলক্ষে আল -হুজ্জাত আ. একাডেমী র পক্ষ থেকে আঞ্জুমানে নাসেরানে মাহদী আ. এর সহযোগিতায় প্রতি বছরের ন্যায়(১৬ তম) এবছরও কুলিয়া হুসাইনিয়া ইমামবাড়া (উত্তর পাড়া) তে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এ বছর ইমাম মাহদী আ. এর বিষয়ে জ্ঞান অর্জন, সচেতনতা বৃদ্ধি এবং ইমাম আ. বিষয়ে চিন্তা -চেতনার স্তর তৈরি র উদ্দেশ্যে সেমিনার, ক্যুইজ ও প্রবন্ধ প্রতিযোগিতা র আয়োজন করা হয়। সেমিনার শুরু হয় দুপুর ২:৩০ মিনিটে এবং শেষ হয় মাগরিবের নামাজের আগে।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন আল-হুজ্জাত (আ.)একাডেমী র প্রতিষ্ঠাতা ও সম্পাদক, আল-হুজ্জাত পত্রিকার সম্পাদক এবং অনুবাদ ও লেখক মাওলানা কাজিম আলি (আশিক হুসাইন) সাহেব। তাঁর বক্তব্যে উঠে আসে ইমাম মাহদী আ. এর মারেফাত এবং আমাদের আত্মশুদ্ধি, ইমাম আ. কে চেনার পদ্ধতি এবং ইমাম আ. এর আবির্ভাবের পরিবেশ তৈরি সংক্রান্ত বিষয়।এই সেমিনারে ই তিনি বাঙালি শিক্ষিত যুব সম্প্রদায়ের মধ্যে শিক্ষা, জ্ঞান এবং চিন্তা -চেতনার দ্যুতি ছড়িয়ে দেওয়ার জন্য মাসিক আল-হুজ্জাত পত্রিকা (অনলাইন সংস্করণ) প্রকাশ করেন।সেমিনারে বিশিষ্ট বক্তা হিসাবে উপস্থিত ছিলেন হুগলি মাদ্রাসার শিক্ষক মাওলানা আলি নকি সাহেব, কুলিয়া গ্রামের পেশ ইমাম মাওলানা মদত আলি সাহেব এবং মাওলানা এরশাদ সিদ্দিকী সাহেব। মাওলানা আলি নকি সাহেব ঈমান ও ইমাম বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। মাওলানা মদত আলি সাহেব ইমাম মাহদী আ. কে চেনার প্রয়োজনীয়তা এবং ইমাম আঃ জন্য আমাদের কী করা উচিত সে বিষয়ে বক্তব্য রাখেন। সমগ্র অনুষ্ঠান টি পরিচালনা করেন আঞ্জুমানে নাসেরানে মাহদীর অন্যতম সদস্য মইনুল হোসেন।
অনুষ্ঠান শেষে ইমাম আ. বিষয়ে ক্যুইজ প্রতিযোগিতা এবং আর্টিকেল প্রতিযোগিতা য় প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন কারী কে পুরষ্কার তুলে দেন মাওলানা মদত আলি সাহেব, মাওলানা এরশাদ সিদ্দিকী সাহেব,নাসেরানে মাহদী সংগঠনের সদস্য মিনহাজ উদ্দিন সাহেব এবং মাওলানা কাজিম আলি সাহেব।
আল হুজ্জাত পত্রিকা (অনলাইন সংস্করণ) র লিঙ্ক --(লিংক)
আপনার কমেন্ট