বুধবার ২৬ ফেব্রুয়ারী ২০২৫ - ১৯:২৪
মরহুম মাওলানা ইসহাক সাহেবের ঈসালে সওয়াবের মজলিস অনুষ্ঠিত

মরহুম মাওলানা ইসহাক সাহেবের চল্লিশার ঈসালে সওয়াবের মজলিস অনুষ্ঠিত হয়েছে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, হাওড়া জেলার উলুবেরিয়া অবস্থিত রংমহল সাগর ক্লাবে মরহুম মাওলানা ইসহাক সাহেবের চল্লিশার ঈসালে সওয়াবের মজলিস অনুষ্ঠিত হয়েছে। মরহুম মাওলানা ইসহাক সাহেব ছিলেন জামাতে ইসলামীর বিশিষ্ট সদস্য। পরবর্তীতে তিনি জামাতে ইসলামী ত্যাগ করে শিয়া ধর্ম গ্রহণ করেন এবং প্রাপ্ত বয়সে ইন্তেকাল করেন।

মজলিসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নদিয়ার বিশিষ্ট আলেম মাওলানা কারী হায়দার আলী সাহেব। 
বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সত্যের পথ পত্রিকার সম্পাদক জনাব মোস্তাক আহমেদ সাহেব। মজলিসের শেষ পর্যায়ে মাসায়েব পাঠ করেন হলদিয়া কুমারপুরের ইমামে জুমা মাওলানা মনির আব্বাস নাজাফি সাহেব। তিনি মৃত্যুর প্রকৃতি, কবরের আজাব ও সওয়াব, মুনকির-নাকিরের প্রশ্ন এবং এর উত্তর সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন।

মজলিসে মরহুমের রুহের মাগফিরাত ও শান্তি কামনা করে দোয়া করা হয় এবং শেষে দুয়ার মাধ্যমে মজলিসের সমাপ্তি ঘোষণা করা হয়। 
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতৃবৃন্দ এবং মরহুমের পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha