হাওজা নিউজ এজেন্সি: তানজানিয়ার শিয়া ইসনা আশারিয়া সম্প্রদায়ের প্রেসিডেন্ট মাওলানা শেখ হামিদ জালালা, ১৪৪৬ হিজরি (২০২৫ খ্রিস্টাব্দ) সালের পবিত্র রমজান মাসের শুরু উপলক্ষে একটি বার্তায় বিশ্বের সকল মুসলমান, বিশেষ করে তানজানিয়ার জনগণকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
তার শুভেচ্ছা বার্তার সংক্ষিপ্তসার নিম্নরূপ:
বিসমিল্লাহির র’হমানির র'হিম
شَهْرُ رَمَضانَ الَّذی أُنْزِلَ فیهِ الْقُرْآنُ هُدیً لِلنَّاسِ وَبَیِّناتٍ مِنَ الْهُدی وَالْفُرْقانِ فَمَنْ شَهِدَ مِنْکُمُ الشَّهْرَ فَلْیَصُمْهُ وَمَنْ کانَ مَریضاً أَوْ عَلی سَفَرٍ فَعِدَّهٌ مِنْ أَیَّامٍ أُخَرَ یُریدُ اللَّهُ بِکُمُ الْیُسْرَ وَلا یُریدُ بِکُمُ الْعُسْرَ وَلِتُکْمِلُوا الْعِدَّهَ وَ لِتُکَبِّرُوا اللَّهَ عَلی ما هَداکُمْ وَ لَعَلَّکُمْ تَشْکُرُونَ.
[সূরা বাকারা, আয়াত ১৮৫]
তানজানিয়ার শিয়া ইসনা আশারিয়া সম্প্রদায় (T.I.C) সমস্ত মুসলমান, বিশেষ করে শিয়াদের এবং তানজানিয়ার সমস্ত জনগণকে রমজান মাসের শুভেচ্ছা জানাচ্ছে। এই মাসটি বরকত, কল্যাণ এবং সাফল্যে পরিপূর্ণ। আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি যে এই মাসে তিনি আমাদেরকে তাঁর ইচ্ছা ও লক্ষ্যগুলি অর্জনের তৌফিক দান করুন।
যেহেতু রমজান মাসের রোজা শুরু হওয়ার সাথে সাথে আমাদের খ্রিস্টান ভাই ও বোনরাও তাদের ৪০ দিনের রোজা শুরু করেন, তাই আমরা তাদেরকেও তাদের বিশ্বাস ও ধর্মানুযায়ী একটি বরকতময় ও কল্যাণময় রোজা কামনা করি।
আমরা আশা করি যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি কর্তৃক প্রদত্ত সমস্ত নির্দেশনা ও পথনির্দেশ, যেমন এতিমদের যত্ন নেওয়া, দরিদ্র, অসহায় এবং কঠিন জীবনযাপনকারী ব্যক্তিদের সমস্যা সমাধান করা, এই পবিত্র মাসে আমাদের কর্মসূচির অগ্রাধিকার হবে।
এই উদ্দেশ্যে, ১৪৪৬ হিজরি (২০২৫ খ্রিস্টাব্দ) সালের রমজান মাসের আগমন উপলক্ষে আমরা আমাদের স্লোগানটি এইভাবে ঘোষণা করছি: পবিত্র রমজান মাস; মানুষের সেবার মাস!
আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন যেন আমরা এই পবিত্র মাসের দিনগুলো রোজা রাখার মাধ্যমে এবং রাতগুলো ইবাদত ও প্রার্থনার মাধ্যমে কাটাতে পারি।
ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
আপনার কমেন্ট