শনিবার ১৫ মার্চ ২০২৫ - ১৪:১১
রোজাদারের জলাশয়ে সাঁতার কাটা ও গোসলের বিধান

হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন সৈয়দ মোহাম্মদ তাকি মোহাম্মদি শেখ শরয়ী বিধানের বিশেষজ্ঞ হিসেবে “রমজান মাসে জলাশয়ে সাঁতার ও গোসলের বিধান” সম্পর্কে প্রশ্নের উত্তর দিয়েছেন।

হাওজা নিউজ এজেন্সি: পবিত্র রমজান মাসে আমরা “রমজান গাইড লাইন” নিয়ে প্রতিদিন আপনাদের সাথে থাকবো; এই সিরিজে পবিত্র রমজান মাস সম্পর্কিত শরয়ী বিধান ও বিশিষ্ট মারজাদের মতামতসহ আপনাদের কাছে উপস্থাপন করা হবে। 

হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন সৈয়দ মোহাম্মদ তাকি মোহাম্মদি শেখ:

রোজাদারের জলাশয়ে সাঁতার কাটা ও গোসলের বিধান

পবিত্র রমজান মাসে স্নান করা, গোসল করা এবং দাঁত ব্রাশ করার মতো কার্যক্রম সম্পর্কে সুনির্দিষ্ট বিধান রয়েছে, যা রোজাদারদের অবশ্যই মেনে চলা উচিত: 

রোজা রেখে গোসল করা বা স্নান করায় কোনো সমস্যা নেই, তবে শর্ত হলো পানি গলার নিচে প্রবেশ করবে না। এ শর্ত পালন করে রোজাদাররা নিশ্চিন্তে গোসল করতে পারেন। 

সাঁতার কাটার বিষয়ে, বিশিষ্ট মারজাদের প্রসিদ্ধ মত অনুযায়ী, যদি কেউ সম্পূর্ণ মাথা পানির নিচে ডুবিয়ে দেয়, তাহলে তার রোজা ভেঙে যাবে। যদিও আয়াতুল্লাহ সিস্তানি মনে করেন যে মাথা পানিতে ডুবানো বা ডুব দেয়া রোজা ভঙ্গ করে না, তবে অন্যান্য প্রসিদ্ধ ফকিহদের মতে, স্নান করার সময় মাথা সম্পূর্ণ পানির নিচে ডুবিয়ে দিলে রোজা বাতিল হয়ে যায়। 

অতএব, গোসল করতে কোনো সমস্যা নেই, তবে পুলে সাঁতার কাটার সময় যদি কেউ মাথা পানির নিচে ডুবানোর ইচ্ছা করে, তাহলে রোজা বাতিল হয়ে যাবে। তবে মাথা না ডুবিয়ে সাঁতার কাটায় কোনো সমস্যা নেই।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha