মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫ - ১৬:০১
রোজা রেখে অনিচ্ছাকৃতভাবে খাওয়ার শরয়ী বিধান

শরিয়তের হুকুম-আহকাম বিশেষজ্ঞ হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন সৈয়দ মোহাম্মদ তাকি মোহাম্মদি শেখ 'পবিত্র রমজান মাসে অনিচ্ছাকৃতভাবে খেয়ে ফেলার বিধান' সম্পর্কে প্রশ্নের জবাব দিয়েছেন।

হাওজা নিউজ এজেন্সি: পবিত্র রমজান মাসে আমরা প্রতিদিন 'রমজান গাইড লাইন' নিয়ে আপনার সাথে থাকছি; এই সিরিজে পবিত্র রমজান মাস সম্পর্কিত শরয়ী বিধানগুলোর পাশাপাশি উচ্চ মহামান্য ধর্মীয় নেতাদের মতামতও উপস্থাপন করা হবে। 

হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন সৈয়দ মোহাম্মদ তাকি মোহাম্মদি শেখ:  

রোজা রেখে অনিচ্ছাকৃতভাবে খেয়ে ফেলার বিধান

কোনো কোনো ভাইয়েরা ধারণা করেন যে যদি তারা অনিচ্ছাকৃতভাবে কিছু খান বা পান করেন, তাহলে তাদের রোজা (তা কাযা রোজা হোক বা সাত দিনের নফল রোজা হোক) বাতিল হয়ে যাবে। 

উল্লেখ্য যে, সব ধরনের রোজায়, তা রমজান মাসের রোজা হোক, কাযা রোজা হোক, কাফফারা রোজা হোক, মানতের রোজা হোক বা অন্য কোনো রোজাই হোক, যদি আমরা অনিচ্ছাকৃতভাবে (ভুলবশত) কিছু খাই বা পান করি, তাহলে আমাদের রোজা সহিহ হবে এবং বাতিল হবে না।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha