শনিবার ২২ মার্চ ২০২৫ - ১৫:০০
ভয় মোকাবিলার উপায়

ইমাম আলী (আ.) বলেছেন, যখন কোনো কাজে ভয় পাবে, তখন সেই কাজে ঝাঁপিয়ে পড়।

হাওজা নিউজ এজেন্সি: আমিরুল মুমিনিন ইমাম আলী (আ.) বলেছেন,
إذا هِبتَ أمرا فَقَع فیهِ، فَإِنَّ شِدَّةَ تَوَقّيهِ أعظَمُ مِمّا تَخافُ مِنهُ

যদি তুমি কোনো কাজে ভয় পেয়ে থাকো, তাহলে নিজেকে সেই কাজে নিমজ্জিত করো; কারণ (কোনো কাজের) ভয় ও দুশ্চিন্তা আসলে সেই বিপদের চেয়েও বড় বিপদ।

নাহজুল বালাগা, হিকমত ১৭৫

এই হাদিসটি ভয় মোকাবিলার একটি গুরুত্বপূর্ণ উপায় নির্দেশ করে। আলী (আ.) বলেছেন, যখন কোনো কাজে ভয় পাবে, তখন সেই কাজে ঝাঁপিয়ে পড়। কারণ, ভয় এবং সেই কাজ থেকে দূরে থাকার চেষ্টা করা আসলে সেই বিপদের চেয়েও বেশি কষ্টদায়ক হতে পারে। এই শিক্ষা আমাদেরকে সাহসী হতে এবং ভয়কে জয় করতে উৎসাহিত করে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha