রবিবার ২৩ মার্চ ২০২৫ - ০৯:৪৬
জান্নাত ও রোযাদারদের দরজা

জান্নাতে একটি দরজা রয়েছে, যার নাম ‘রইয়ান’। এই দরজা দিয়ে কেবল রোযাদাররাই প্রবেশ করবে।

২২.জান্নাত ও রোযাদারদের দরজা:

রাসূলুল্লাহ (সা.) বলেছেন:
"জান্নাতে একটি দরজা রয়েছে, যার নাম ‘রইয়ান’। এই দরজা দিয়ে কেবল রোযাদাররাই প্রবেশ করবে।"

(ওসাইলুশ্ শিয়া, খণ্ড ৭, পৃষ্ঠা ২৯৫, হাদিস ৩১; মা‘আনি আল-আখবার, পৃষ্ঠা ১১৬)

অনুবাদক: কবির আলী তরফদার কুম্মি।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha