মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫ - ১৩:১৪
মানুষের আয়ু বৃদ্ধির রহস্য!

সিলাতুর রাহম (আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখা) ইবাদতের মতোই গুরুত্বপূর্ণ। এটি আয়ু বৃদ্ধি, রিজিকে বরকত এবং আল্লাহর রহমত লাভের অন্যতম মাধ্যম।

হাওজা নিউজ এজেন্সি: ইমাম রেজা (আ.) বলেছেন,
یَکونُ الرّجل یَصِلُ رَحِمَهُ فیکونُ قَد بَقِیَ من عمرِهِ ثلاثُ سنین فَیُصَیِّرُها اللهُ ثَلاثینَ سَنَةً
কোনো ব্যক্তি যদি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে (সিলাতুর রাহম করে), অথচ তার জীবন মাত্র তিন বছরও অবশিষ্ট থাকে— তবুও আল্লাহ তাআলা তার এই সদাচারের বদৌলতে তার আয়ু বাড়িয়ে ত্রিশ বছর করে দেন। নিশ্চয়ই আল্লাহ যা ইচ্ছা তাই করেন।

[উসুলে কাফি, খণ্ড- ২, পৃষ্ঠা- ১৫০]

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha