রবিবার ৩০ মার্চ ২০২৫ - ১১:৫৪
আমিরুল মুমিনিন আলী (আ.)’র নসিহত

প্রকৃত মুমিন শুধুমাত্র আল্লাহর কাছেই আশা রাখবে এবং শুধু নিজের পাপের পরিণতিকে ভয় করবে।

হাওজা নিউজ এজেন্সি: আমিরুল মুমিনিন আলী (আ.) বলেছেন, 
لَا يَرْجُوَنَّ أَحَدٌ مِنْكُمْ إِلَّا رَبَّهُ وَلَا يَخَافَنَّ إِلَّا ذَنْبَهُ

তোমাদের মধ্যে কেউ যেন একমাত্র তার রব ছাড়া অন্য কারো প্রতি আশা না রাখে এবং নিজের গুনাহ ছাড়া অন্য কোনো কিছুর ভয় না করে।

[নাহাজুল বালাগা: হিকমাহ বা প্রজ্ঞাপূর্ণ উক্তি- ৮২, পৃষ্ঠা- ১১২৩]

এই হাদিসে হযরত আলী (আ.) মানুষের আত্মিক পরিশুদ্ধি ও আল্লাহর প্রতি পূর্ণ ভরসার শিক্ষা দিয়েছেন। তিনি বলেছেন, প্রকৃত মুমিন শুধুমাত্র আল্লাহর কাছেই আশা রাখবে এবং শুধু নিজের পাপের পরিণতিকে ভয় করবে। পার্থিব কোনো সৃষ্টি, ব্যক্তি বা পরিস্থিতির কাছে আশা বা ভয়ের মনোভাব ঈমানের পরিপন্থী। এ উপদেশ আমাদেরকে অহংকার, মানবিক নির্ভরতা ও অযৌক্তিক ভীতি থেকে মুক্ত হয়ে একমাত্র আল্লাহর ওপর তাওয়াক্কুল করতে অনুপ্রাণিত করে। 

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha