রবিবার ৩০ মার্চ ২০২৫ - ২৩:৫৯
চট্টগ্রাম সদরঘাট ইমাম বাড়িতে ঈদুল ফিতরের জামাত সকাল ৯টায়

চট্টগ্রাম মহা নগরীর ঐতিহ্যবাহী সদরঘাট ইমাম বাড়িতে পবিত্র ঈদুল ফিতরের নামাজ সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। প্রধান ইমাম হিসেবে এবারের ঈদের জামাতে নেতৃত্ব দেবেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও ধর্মীয় নেতা হুজ্জাতুল ইসলাম মাওলানা আমজাদ হোসেন। ইমাম বাড়ি পরিচালনা কমিটির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

হাওজা নিউজ এজেন্সি: ইমাম বাড়ি কমিটি জানিয়ে, ঈদের নামাজের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সরকারি স্বাস্থ্যবিধি অনুসরণ করে মুসল্লিদের জন্য পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে। তিনি এলাকার সকল নাগরিক, ধর্মপ্রাণ মুসলমান ও মুসল্লিদের সময়মতো উপস্থিত হয়ে ঈদের জামাতে শরিক হওয়ার আহ্বান জানিয়েছে। 

মাওলানা আমজাদ হোসেন চট্টগ্রামের স্বনামধন্য ধর্মীয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তাঁর নেতৃত্বে গত কয়েক বছর ধরে সদরঘাট ইমাম বাড়িতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্য, সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করে ঈদুল ফিতরের নামাজ আদায়ের পরিকল্পনা নেওয়া হয়েছে। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও ঐক্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে। 

সকল নাগরিক যাতে নির্বিঘ্নে ও নিরাপদে ঈদের আনন্দ উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে ইমাম বাড়ি কমিটি সকলের সহযোগিতা কামনা করেছে। 

বাংলাদেশ ইমামিয়া উলামা সোসাইটির জনসংযোগ ও যোগাযোগ সম্পাদক মাওলানা আমজাদ হোসেন মুসল্লিদের প্রতি অগ্রীম ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, “ঈদুল ফিতর আমাদেরকে ভ্রাতৃত্ব, সাম্য ও মানবিক মর্যাদার শিক্ষা দেয়। পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির মধ্য দিয়ে ঈদের চেতনাকে ধারণ করাই হোক আমাদের অঙ্গীকার।” তাঁর আধ্যাত্মিক নেতৃত্বে এবারের ঈদের জামাত সমৃদ্ধ হবে—এমন প্রত্যাশা স্থানীয় মুসল্লিদের।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha