সোমবার ৩১ মার্চ ২০২৫ - ০৫:২১
উন্নত কানাডার টরেন্টোয় জীবনযাপনের মান!!!

এগুলো বাসাবাড়ী নয় কোনো রকম ঠাঁই নেওয়া ও মাথা গোঁজার ছোটখাটো সংকীর্ণ স্পেস।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, আয়তনের দিক থেকে বিশ্বের ২য় বৃহত্তম দেশ কানাডার খুবই ছোট বাসা যার টয়লেট ও কিচেন একসাথে এবং টয়লেট (পায়খানা) কম্বাইন্ড কিচেনের পাশে অতি ছোট এক চিলতে শোয়ার জায়গা ( বেড রুম না বলাই ভালো) এবং গোসলখানা নীচের তলার সাথে কমন । এই অতি ক্ষুদ্র টোনা পাখীর খোপের ভাড়া মাসে ১০০০ ইউরো বা ১৫০০ কানাডীয় ডলার।

(কানাডা)


এই ইরানী মহিলা খেদের সাথে তার বাসাটা ( মুর্গীর খোপ বলাই উত্তম) দেখাচ্ছে এবং ইরানে এর চাইতে ঢেড় বড় বাসার জন্য হয়তো মনে মনে আক্ষেপ করছে ও পচতাচ্ছে । কিন্তু পাশ্চাত্য পূজারী ও পাশ্চাত্য ঘেঁষা হওয়ার জন্য ইরান ছেড়ে স্বর্গ ও স্বপ্নের দেশ কানাডায় এসেছে সে। হয়তো জানত না পাশ্চাত্যে কানাডায় বাসা বাড়ীর অবস্থা এমন। এগুলো বাসাবাড়ী নয় কোনো রকম ঠাঁই নেওয়া ও মাথা গোঁজার ছোটখাটো সংকীর্ণ স্পেস। অবশ্য কানাডায় অতি প্রকাণ্ড বড় বড় আলীশান লাক্সারিআস ( বিলাস বহুল) বাসাবাড়ীও অনেক/ বহু আছে। কিন্তু সেগুলো সাধারণ ও নিম্নশ্রেণীর আয়ের মানুষদের জন্য নয় । তাদের জন্য এ রকম অতি সংকীর্ণ,কবুতরের খুপরীর মতো কোনো রকম থাকার  স্পেস বা জায়গার ব্যবস্থা করেছে উন্নত ধনী কানাডার জন ও সমাজ কল্যাণমুখী সরকার!!!
সুখে থাকলে অনেককে ভুতে কিলায় যার ফলে বিদ্যমান উত্তম নেয়ামত তখন তাদের কাছে অপাংক্তেয় ও অর্থহীন এবং নিকৃষ্ট জিনিসকে উত্তম বলে মনে করতে থাকে এবং ভুলটা ঠিক এখানেই হয়।


মুহাম্মদ মুনীর হুসাইন খান

আপনার কমেন্ট

You are replying to: .
captcha