সোমবার ৩১ মার্চ ২০২৫ - ০৭:০১
খুলনার মাসজিদ-এ-ওয়ালি আসরে ঈদুল ফিতরের নামাজ ও খুতবা অনুষ্ঠিত

মওলানা রাজাভি মুসল্লিদের স্মরণ করিয়ে দেন যে, ইসলামের প্রকৃত শিক্ষা হলো মহানবী হযরত মুহাম্মাদ (সা.)-এর দেখানো পথে চলা।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, খুলনার মাসজিদ-এ-ওয়ালি আসারে ঈদুল ফিতরের নামাজ ও খুতবা অনুষ্ঠিত হয়। হুজ্জাতুল ইসলাম মওলানা সৈয়দ ইব্রাহিম খলিল রাজাভি এই পবিত্র দিনে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে গুরুত্বপূর্ণ খুতবা প্রদান করেন।

তিনি বলেন, "যে দিন মানুষ কোনো পাপ করে না, সেটাই প্রকৃত ঈদের দিন। তাই আমাদের উচিত এই দিনে নিজেদের পাপমুক্ত রাখার চেষ্টা করা এবং আল্লাহর নৈকট্য লাভের জন্য বেশি বেশি ইবাদত করা।" তিনি আরও বলেন, "আমরা এখন রমজানের পবিত্র মাস থেকে বের হয়েছি, তাই আমাদের আল্লাহর দরবারে দোয়া করা উচিত—হে আল্লাহ! আপনি আমাদের প্রতিটি উত্তম কাজ করার তৌফিক দিন।"

মওলানা রাজাভি মুসল্লিদের স্মরণ করিয়ে দেন যে, ইসলামের প্রকৃত শিক্ষা হলো মহানবী হযরত মুহাম্মাদ (সা.)-এর দেখানো পথে চলা। তিনি বলেন, "আমাদের অবশ্যই সিরাতে মুস্তাকিম অর্থাৎ প্রিয় নবীর (সা.) পথে চলতে হবে এবং তাঁর আদর্শকে অনুসরণ করতে হবে।"

তিনি আরও বলেন, "আমরা ঈদের আনন্দ উপভোগ করছি, কিন্তু আমাদের ফিলিস্তিনের ভাই-বোনদের কথা ভুলে গেলে চলবে না। তারা দুঃসহ পরিস্থিতির মধ্যেও রোজা রেখেছে, ঈদ পালন করছে। আমাদের উচিত তাদের জন্য দোয়া করা, তাদের পাশে দাঁড়ানো এবং যেকোনোভাবে তাদের সাহায্য করা। ইসলামের শিক্ষা হলো সর্বদা মজলুমদের পাশে থাকা এবং তাদের কষ্টের কথা স্মরণ রাখা।"

খুলনায় ঈদের নামাজ সকাল ৮:৩০ মিনিটে অনুষ্ঠিত হয় এবং এতে বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। নামাজ শেষে সবাই একে অপরকে ঈদের শুভেচ্ছা জানান এবং শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত করা হয়।

এই খুতবার মাধ্যমে ঈদের প্রকৃত তাৎপর্য সম্পর্কে মুসল্লিরা গুরুত্বপূর্ণ শিক্ষা গ্রহণ করেন এবং নিজেদের জীবনকে ইসলামের আলোকে পরিচালিত করার অনুপ্রেরণা পান।

প্রতিবেদক: ইফাজ

আপনার কমেন্ট

You are replying to: .
captcha